![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202008/521110_113.jpg)
এবার ভুলে নিজেদের উপরেই রকেট ছুড়ল ইসরাইলি বাহিনী, অতঃপর...
ভুলে নিজেদের উপশহরে রকেট ছুড়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইলের চ্যানেল টুয়েলভ এ খবর দিয়ে বলেছে, ইসরাইলি হেলিকপ্টার থেকে ভুলে ইহুদি উপশহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছে।
গাজায় সাম্প্রতিক হামলার সময় এ ঘটনা ঘটেছে। চ্যানেলটির যুদ্ধবিষয়ক সংবাদদাতা নির দাফারু দাবি করেছেন, ইহুদি উপশহর লক্ষ্য করে ছোড়া রকেটটি বিস্ফোরিত হয়নি। সর্বশেষ খবর অনুযায়ী রকেটটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে বিশেষজ্ঞ দল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিস্ফোরিত
- রকেট হামলা