কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বের প্রথম গাড়ি যে নিজেই শিখতে পারে মানুষের মতো, আসছে আগস্টে

কালের কণ্ঠ প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ১২:৫০

এ বছরের বেইজিং অটো শো-এ একটি ইলেকট্রিক গাড়ি আনছে হাইফি (উচ্চারণ করা হচ্ছে হাই ফাই)। এটা বিশ্বের প্রথম 'সেল্ফ-লার্নিং' কার। অর্থাৎ, এটা নিজে থেকেই অনেক কিছু শিখে নেবে, ঠিক যেমনটা মানুষ শেখে। এর প্রিমিয়াম ইলেকট্রিক প্রোটোটাইপ গাড়ি আনতে যাচ্ছে। এর নাম দেয়া হয়েছে হাইফি ১। একে ডাকা হবে হাইফি এক্স নামে।  এই গাড়ি নির্মাণে ব্যবহৃত হয়েছে হিউম্যান ওরিয়েন্টেড আর্কিটেকচার (এইচওএ)। এটাকে ওটিএ (ওভার-দ্য-এয়ার) ফিচারে আপগ্রেড করা যাবে।

হাইফি এক্স একটি সফটওয়্যার ডেভেলপার প্লাটফর্ম। এ গাড়িতে যুক্ত হয়েছে বিশেষায়িত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্টেন্ট হাইফিগো। এটি বানাতে মাইক্রোসফটের সহযোগিতা নেয়া হয়েছে। হাইফিগো একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর। কৃত্রিম বুদ্ধিমত্তার নানা বৈশিষ্ট্য এতে যোগ হয়েছে। গাড়িতে যারা থাকবেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে এই গাড়ি। যুক্তির ভিত্তিতে সিদ্ধান্তও নিতে পারে হাইফি এক্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও