![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frain-20200812122850.jpg)
বৃষ্টি বাড়তে পারে ৩ দিন পর
দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায়, ১৮৪ মিলিমিটার। তারপর দিনাজপুরে ১২২, টেকনাফে ১১৬, রাজারহাটে ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দুটি অঞ্চল বাদে গত ২৪ ঘণ্টায় সারাদেশেই বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ৩ দিনের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
বুধবার (১২ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।