![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/08/11/c0dbe6be5bfdcc8ddf5bb571a3861e8b-5f31c08f8ac49.jpg)
‘সকারের’ ছেড়ে যাওয়া দুটি কূপ খনন করবে বাপেক্স
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ১১:২৮
আজারবাইজানের রাষ্ট্রীয় কোম্পানি ‘সকারের’ (সকার একিউএস ইন্টারন্যাশনাল ডিএমসিসি) ছেড়ে যাওয়া বেগমগঞ্জ-৪ এবং মাদারগঞ্জ-১ গ্যাস কূপ খনন করবে বাপেক্স। তবে এর আগে সকারের সঙ্গে বিরোধ মিমাংসা করা হবে। এজন্য ওই কোম্পানির পাওনা পরিশোধের লক্ষ্যে পেট্রোবাংলার একটি কমিটি কাজ শুরু করেছে।
জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকারের ছেড়ে যাওয়া কূপগুলো এখন বাপেক্স খনন করবে। এজন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে এর আগে সকারের দেনা-পাওনা পরিশোধ করা হবে। তা না-হলে আইনগত জটিলতা সৃষ্টি হতে পারে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে