
ইয়াবা ও ‘ইয়াবাই’ উভয়কে তাড়াই
অনেক নেশাদ্রব্যের ভীড়ে ইয়াবা একটি পুরনো পরিচিত নাম। এর উৎপাদন, ব্যবসা, বিপণন ও ব্যবহার বিশ্বব্যাপী। জীবন ধ্বংসকারী নিষিদ্ধ এই মাদক সারা বিশ্বে অজানা কারণে খুবই সহজলভ্য হয়ে পড়েছে। তাই ইয়াবা নিয়ে উৎকণ্ঠার কমতি নেই। একটি বহুল প্রচারিত বাংলা দৈনিকে ২২.৭.২০১৮ তারিখে ‘ইয়াবা ও ইয়াবাই সতর্ক হোক সবাই’ শিরোনামে আমার একটি লেখা প্রচারিত হয়েছিল। সেখানে ইয়াবার সাথে ‘ইয়াবাই’ শব্দটি প্রথম ব্যবহার করেছি।
- ট্যাগ:
- মতামত
- ইয়াবা
- মাদক ব্যবসা