রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণ নিয়ে রহস্য কাটেনি এখনও। ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনও ধোঁয়াশা কাটছে না। বিস্ফোরণের আগে পুলিশের দাবি অনুযায়ী গ্রেফতার হওয়া ৩ সন্ত্রাসী কেন এবং কার কাছ থেকে এসব বিস্ফোরক সংগ্রহ করেছিল তা নিয়ে স্পষ্ট করে কোনও কথা বলছেন না তদন্ত সংশ্লিষ্টরা।
তদন্ত সংশ্লিষ্টরা দাবি করছেন, গ্রেফতার হওয়া তিন সন্ত্রাসীর বাইরেও আরও কয়েকজনকে তারা শনাক্ত করেছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের গ্রেফতার করতে পারলেই পুরো ঘটনা পরিষ্কার হয়ে যাবে। এদিকে আলোচিত এই ঘটনার তদন্তের মাঝখানেই পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদসহ পল্লবী থানা সংশ্লিষ্ট পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের একযোগে সরিয়ে দেওয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.