কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা থেকে সুস্থ হয়েছেন দেড় লাখ মানুষ

নয়া দিগন্ত স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ০০:০০

দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর পাঁচ মাসের বেশি সময় পার হয়ে গেছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৬০ হাজার ৫০৭ জন। অন্য দিকে এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন। শতকরা হারের হিসেবে যা ৫৭ দশমিক ৭৫ শতাংশ। বিশ্বে করোনা থেকে সুস্থ হওয়ার তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬তম। এক্ষেত্রে শীর্ষ পাঁচটি দেশ হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। আক্রান্তের তালিকায়ও শীর্ষ পাঁচ দেশের অবস্থান একই রকম। কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিন ও ওয়ার্ল্ডোমিটারের তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৩ হাজার ৪৩৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ৯০৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৬০ হাজার ৫০৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক ২ হাজার ৬৭ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন সুস্থ হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও