![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/11/3375239ca67bf1b955b8b7f66c00f522-5f318bc949a44.jpg?jadewits_media_id=1553162)
নিজস্ব ব্যবস্থাপনায় করোনা থেকে সুরক্ষিত খাসিয়াপুঞ্জি
দুর্গম পাহাড়ি টিলাবেষ্টিত ও আধুনিক সুবিধাবঞ্চিত সিলেট বিভাগের প্রত্যন্ত এলাকায় খাসিয়া সম্প্রদায়ের বসবাস। দেশে করোনা পরিস্থিতি শুরু হলে স্বাস্থ্যবিধি মেনে তারা নিজস্ব ব্যবস্থাপনায় লকডাউন কার্যকর রেখেছে। ফলে সিলেট বিভাগের ৯০টি খাসিয়াপুঞ্জির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাহাড়ি গ্রামে এখনো কোনো কোভিড-১৯–এ আক্রান্ত রোগী পাওয়া যায়নি।