মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের স্ত্রী সেলিনা রহমান আর নেই। সোমবার ভোরে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হলেও শেষ পর্যন্ত ফুসফুসে ইনফেকশন ও হৃদরোগজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সেলিনা রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বিবৃতিতে মরহুমা সেলিনা রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন শেখ হাসিনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.