মুখোশের আদলে তৈরি হচ্ছে মাস্ক!
এখনো করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। করোনা রোধে সবাই মাস্ক ব্যবহার করছেন। মাস্ক যেন জনজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। তাই তো এখন বাজারে কয়েক ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার মুখোশের আদলে মাস্ক তৈরি করা হয়েছে। খুব অল্প সময়েই তা জনপ্রিয়তাও পেয়েছে।
জানা যায়, ভারতের পুরুলিয়ার বাঘমুন্ডির চড়িদাকে আসলে ‘মুখোশ গ্রাম’ বলা হয়। সেখানকার মুখোশ নির্মাতারা এবার অভিনব মাস্ক তৈরি করেছেন। নিজেদের উপার্জনের উপায় হিসেবে তারা মুখোশ-মাস্ক তৈরি করেন। ফলে করোনার কারণে তাদের এ মুখোশ-মাস্ক সহজেই হয়ে উঠেছে ফ্যাশনের অনুষঙ্গ।