ইতালিতে প্রবেশে অপেক্ষা বাড়লো বাংলাদেশসহ ১৬ দেশের জনগণের
করোনা পরিস্থিতির তেমন কোনো উন্নতি না হওয়া এবং কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার কারণে দফায় দফায় বাড়ছে ইতালিতে প্রবেশের চলমান নিষেধাজ্ঞার মেয়াদ। এরই ধারাবাহিকতায় ইতালির প্রধানমন্ত্রী প্রফেসর জুসেপ্পে কন্তে ৮ আগস্ট শনিবার এ সংক্রান্ত নতুন অধ্যাদেশে স্বাক্ষর করেছেন, যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
অধ্যাদেশে বলা রয়েছে, বাংলাদেশসহ কালো তালিকাভুক্ত ১৬টি দেশ থেকে ইতালিতে প্রবেশের চলমান নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে ইতালির ফ্লাইট চালুর বিষয়ে আগাম নিশ্চিত হবার সুযোগ নেই। তবে বাংলাদেশসহ ১৬টি দেশের সার্বিক করোনা পরিস্থিতি আমলে নিয়ে যেকোনো সময় তালিকা রিভিউ করার সম্পূর্ণ এখতিয়ার রয়েছে ইতালীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.