![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/09/17d4be2da2cf929fb66f5e77b8710834-5f2f86537b44b.jpg?jadewits_media_id=682626)
ঘাস খেয়ে বাঁচব, তবু পাকিস্তানের সামরিক ব্যয় বাড়ান: শোয়েব আক্তার
লড়াইয়ের ক্ষেত্র যখন ক্রিকেটের পিচ, তখন সুইং-গতি আর বাউন্সে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে বারবার ঘায়েল করেছেন শোয়েব আক্তার। এখন তিনি মাঠের বাইরে। তবে বাউন্স ছোড়া থামাননি। সম্প্রতি কথার বাউন্স ছুড়েছেন রাওলপিন্ডি এক্সপ্রেস। বলেছেন, পাকিস্তানের সামরিক শক্তি বাড়ানোর জন্য যদি ঘাস খেয়ে বাঁচতে হয়, তাতেও রাজি আছেন তিনি।