ধর্মান্ধ হওয়ার অধিকার রয়েছে হিন্দুদেরও : তসলিমা নাসরিন
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ২০:৩২
বাবরি মসজিদের জায়গায় 'রামমন্দির' প্রতিষ্ঠা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশে বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগেও বহু বিতর্কিত বিষয়ে কথা বলেছেন তিনি। বিদেশেও জায়গা হয়নি। কোপে পড়েছেন উগ্র মৌলবাদের। এবার মুখ খুললেন ভারতের এই মুহূর্তে সব থেকে বিতর্কিত বিষয় রামমন্দির প্রতিষ্ঠা নিয়ে। তাসলিমার মতে 'ধর্মান্ধ হওয়ার অধিকার রয়েছে হিন্দুদেরও'।
তিনি বলেছেন , ‘ভূমিপূজা দেখলাম, যেমন কাবা পরিক্রমণ দেখি, মিনা শহরের দেওয়ালে শয়তানের উদ্দেশে পাথর ছোঁড়া দেখি, সেন্ট প্যাট্রিক ডে’র প্যারেড দেখি, গির্জার সারমন দেখি, পুরোনো জেরুজালেম শহরের ওয়েস্টার্ন ওয়ালে ইহুদিদের মাথা ঠোকা দেখি। ওইসবে অংশগ্রহণ আমার কাজ নয়, অবলোকন আমার কাজ। রাম মন্দির তৈরি হচ্ছে বলে আমি শোক করছি না, সুখও করছি না। ভারতের হিন্দুদের অধিকাংশই চাইছে রাম মন্দির তৈরি হোক, সুতরাং তৈরি হোক।’