বায়ু দূষণে দেশে মানুষের আয়ু কমেছে ৫ বছর: গবেষণা
আরটিভি
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১৮:২৪
বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু পাঁচ বছর কমেছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) পরিচালিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সে এমন তথ্য উঠে এসেছে। খবর ইউএনবির। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জন্য বায়ু দূষণ এক বড় হুমকি এবং বৈশ্বিক করোনাভাইরাস মহামারির মধ্যে গবেষকরা প্রাথমিকভাবে কোভিড-19 সম্পর্কিত মৃত্যু এবং বায়ু দূষণের মধ্যে একটি ইতিবাচক পারস্পরিক সম্পর্ক চিহ্নিত করেছেন।