![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/05e86254-c474-4bb0-a57d-15de9962f8ef-2008081141.jpg)
আদমদীঘিতে শিহাব হত্যার মূল আসামি গ্রেফতার
বগুড়ার আদমদীঘির এসএসসি পরীক্ষার্থি শিহাব হোসেন হত্যা মামলার মূল আসামি শিপলু মাথা ন্যাড়া ও চেহারা পরিবর্তন করে আত্মগোপনে থেকেও রেহাই পেল না। হত্যার ৬দিন পর শিপলু হোসেন ও তার বাবা এখলাছ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।