'সরকারের আত্মতুষ্টি দেশে করোনা মহামারীকে প্রলম্বিত করছে'
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১৭:০৭
বন্যা-করোনা দুর্যোগে অসহায় মানুষের খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন সভায় বন্যা দুর্গতদের পুনর্বাসন ও সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানানো হয়েছে। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আরো জানানো হয়, সভা থেকে দাবি আদায়ে আগামী ১০ আগস্ট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।