![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsaba-20200808141334.jpg)
সাড়া ফেলেছে সাবরিনা সাবার ‘কারে খুঁজিস’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ১৪:১৩
ঈদ উৎসবকে ঘিরে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক প্রকাশ করেছে বেশ কিছু গান। তারমধ্যে অন্যতম এ প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিনা সাবার নতুন গান ‘কারে খুঁজিস’। গানটির কথা লেখা ও সুর দেয়ার কাজটিও সাবরিনাই করেছেন। সংগীতায়োজন করেছেন অনিক সাহান। সাবরিনার নতুন এই গানটি নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।