ডেটিং অ্যাপের ফাঁদে রাজ চক্রবর্তী
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের ভুয়া পেজ, ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি। এই নিয়ে বেশ সমস্যাও দেখা দিচ্ছে। কিছুদিন আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে জানিয়ে পোস্ট করেন শ্রাবন্তী। এবার ভুয়া অ্যাকাউন্টের ফাঁদে রাজ চক্রবর্তী। এর আগেও একাধিকবার তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে নানা প্রস্তাব দেয়া হয়।
এবার একটি ডেটিং অ্যাপে পাওয়া গেল রাজেরর ভুয়া প্রোফাইল। তাও ভেরিফায়েড। বিষয়টি নজরে আসতেই সবাইকে সতর্ক করেন রাজ। টানটান নামের একটি ডেটিং অ্যাপে রাজের নামে একটি ভুয়া প্রোফাইল আছে। সেখানে প্রোফাইলের ছবি হিসেবে রাজ ও শুভশ্রীর ছবিই আছে। সেই অ্যাকাউন্ট থেকে মেয়েদের পাঠানো হয় উলটোপালটা বার্তা। তা শালীনতার যাবতীয় সীমা লঙ্ঘন করে যায়। সেই অ্যাপের থেকে স্ক্রিনশট নিয়ে তিনি সবাইকে সচেতন করতে রাজ তা পোস্ট করেন ফেসবুক পেজে।