বেসরকারি যে সংস্থাগুলো ট্রেন চালাবে তাদের ফ্রিতে জমিও দেবে রেল!
বেসরকারি সংস্থার হাতে যাত্রীবাহী ট্রেন চালানোর ভার তুলে দেওয়ার প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলেছে ভারতীয় রেলওয়ে। শুধু তাই নয়, যে সমস্ত বেসরকারি সংস্থা ট্রেন চালাতে আগ্রহী হবে তাদের ফ্রিতে বা নাম মাত্র দামে জমি দেওয়ার কথা চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। ট্রেনের রক্ষণাবেক্ষণের পরিকাঠামো তৈরির জন্য বেসরকারি সংস্থাগুলিকে এই জমি দেওয়ার প্রস্তাব সরকারি মহলে বিবেচনা করা হচ্ছে বলে সূত্রের খবর।
গ্রিনফিল্ড ডিপো তৈরি করতে বেসরকারি সংস্থাগুলিকে ৩৫ বছরের জন্য লিজে জমি দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে মনোস্থির করেছে ভারতীয় রেল। সেই মতো দেশজুড়ে জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে, ডিপো তৈরির জন্য যে রেলের তরফ বেসরকারি সংস্থাকে যে জমি দেওয়া হবে সেগুলি রেল ও সড়ক পথে দেশের অন্য অংশের সঙ্গে যুক্ত থাকবে। সড়ক এবং রেলপথে যুক্ত নয়, এমন কোনও এলাকায় জমি দেওয়া হলে সেখানে যোগাযোগের প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে দেবে সরকার।