সম্প্রতি মারা যাওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন তরুণ নেতার স্মরণসভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ‘সুবিধাবাদী’ নেতাদের কড়া সমালোচনা করেছেন। বলেছেন, যখন ভালো সময় থাকে তখন ত্যাগীরাও থাকেন, সুবিধাবাদীরাও থাকেন। যখন খারাপ সময় থাকে তখন কিন্তু সবাই থাকে না। অনেকেই আবার দলের দুঃসময়ে, নেত্রীর দুঃসময়ে, আমাদের নেতার দুঃসময়ে সিটিংয়ে যান। সিটিংয়ে গেলে ভালো থাকা যায়, বিপদ থাকে না।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এক স্মরণসভায় সোহেল এই মন্তব্য করেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের’ উদ্যোগে সদ্য প্রয়াত স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের স্মরণে এই দোয়া ও আলোচনা সভা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.