অবশেষে ‘বয়স্ক’ হলেন ১০৮ বছরের কিরণ বালা

জাগো নিউজ ২৪ শ্রীপুর (মাগুরা) প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ১১:৫৬

মাগুরার শ্রীপুর উপজেলার চিলগাড়ি গ্রামের ১০৮ বছর বয়সী কিরণ বালা মন্ডল অবশেষে পেলেন বয়স্ক ভাতার কার্ড। একইসঙ্গে উপজেলা থেকে বাড়ি সংস্কারের জন্য এক ভান টিন ও নগত তিন হাজার টাকা দেয়া হয়েছে তাকে।বয়স্ক ভাতার কার্ড পেয়ে কিরণ বালা কেঁদে ফেলেন। তিনি সৃষ্টিকর্তার কাছে সকলের জন্য আশীর্বাদ করেন।কিরণ বালা মন্ডলের মেয়ের নাতি মণি কুমার বিশ্বাস বলেন, উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তার মায়ের নানির হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেয়া হয়েছে। সেই সঙ্গে ঘর সংস্কারের জন্য টিন ও টাকা দেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও