মিয়ানমারে করোনাভাইরাস বিধি ভাঙায় কানাডীয় ধর্মযাজকের জেল
মহামারীর মধ্যে জনসমাগমে নিষেধাজ্ঞা ভঙ্গ করে চার্চে প্রার্থনানুষ্ঠান করার অভিযোগে আদালত ওই যাজককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে।রাজধানী ইয়াঙ্গুনে গত এপ্রিল মাসে বার্মিজ বংশোদ্ভূত কানাডীয় যাজক ডেভিড লাহ এবং মিয়ানমারের নাগরিক ওয়াই তানকে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আওতায় আটক করা হয়েছিল।করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মার্চের মাঝামাঝি সময় থেকেই ইয়াঙ্গনে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি আছে।ধর্মযাজক ডেভিড এবং ওয়াই তান দু’জনই এই প্রশাসনিক বিধি ভাঙায় একই সাজা পেয়েছেন বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন ইয়াঙ্গনের বিচারক মুয়াং সোয়ে।এপ্রিলের শুরুর দিকে একটি ভিডিও ফুটেজে ধর্মপ্রচারক ডেভিডকে ইয়াঙ্গনে প্রার্থনানুষ্ঠান করতে দেখা যায়। ঘরভর্তি অনুসারীদের উদ্দেশে বক্তব্যও রাখতে শোনা যায় তাকে।তিনি বলছিলেন, “হাতে বাইবেল থাকলে আর হৃদয়ে যিশুকে লালন করলে কোনও রোগ আসবে না।