PICS: করোনার কালবেলায় রানা-মিহিকার বিয়ে, হলদি-মেহেন্দি শুরু হয়ে গেল...
cinema: করোনার কালবেলায় সাহস করে নিজেদের বিয়ের অনুষ্ঠান করছেন দক্ষিণী তারকা রানা দাগ্গুবাটি ও প্রেমিকা মিহিকা বাজাজ। রানা অবশ্য রোকা সেরিমনির মতোই শার্ট ও ট্র্যাডিশনাল ধুতিতে সেজেছিলেন। নিজে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালান মিহিকা।