You have reached your daily news limit

Please log in to continue


স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে দুদকের তলব

মাস্ক-পিপিই কেলেঙ্কারি ও রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক দুইটি অভিযোগ অনুসন্ধানে তার বক্তব্য নেওয়া জন্য তলব করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, তলবি চিঠিতে তাকে আগামী ১২ ও ১৩ আগস্ট হাজির হতে বলা হয়েছে। দুদক জানায়, করোনা পরিস্থিতিতে মাস্ক, গ্লাভস, পিপিইসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী কেনাকাটা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রথমে এন-৯৫ মাস্ক কেলেঙ্কারি নিয়ে দুর্নীতির বিষয়টি আলোচনায় আসে। এন-৯৫ মাস্কের মোড়কে বিভিন্ন হাসপাতালে সাধারণ মাস্ক সরবরাহ করা হয়েছিলো। রিজেন্ট হাসপাতালকে করোনাভাইরাস পরীক্ষার জন্য যারা অনুমতি দিয়েছেন, যারা স্বাক্ষর করেছেন, যাকেই দরকার তাকেই জিজ্ঞাসাবাদ করবে দুদক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন