বিধ্বংসী বিস্ফোরণে শেষ শস্যভাণ্ডার, মাত্র এক মাসের খাবার রয়েছে লেবাননে!
লেবাননের রাজধানী বেইরুট বিশাল বিস্ফোরণে ইতোমধ্যেই অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছে আরও ৪ হাজারের বেশি মানুষ। বিস্ফোরণের পর এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। কিন্তু শুধু এই মৃত্যুমিছিল নয়, ভয়ংকর ওই বিস্ফোরণের জেরে আগামীদিনে চরম সংকটের মধ্যে পড়তে চলেছে দেশটি। কারণে এই বিস্ফোরণের জেরে চরম খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা লেবাননে।
আসলে মঙ্গলবার যেখানে বিস্ফোরণ হয়েছে, সেটি মূলত বন্দর এলাকা। আর সেখানকারই গুদামগুলিতে মজুত রাখা ছিল হাজার হাজার টন খাদ্যশস্য। বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছে সেই সব শস্য। লেবাননের অর্থমন্ত্রী রাউল নেহমে চরম হতাশার সঙ্গে জানিয়েছেন, মাত্র এক মাসের মতো শস্য রয়েছে লেবানন সরকারের হাতে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিস্ফোরণে নিহত
- ভয়ংকর
- খাদ্য সংকট