![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/08/05/og/113123_bangladesh_pratidin_Norway.jpg)
নরওয়ের গোয়েন্দা বিমানের গতিবিধি আটকে দিল রাশিয়ার জঙ্গিবিমান
রাশিয়ার একটি মিগ-৩১ জঙ্গিবিমান নরওয়ে বিমান বাহিনীর একটি ফ্যালকন-২০ গোয়েন্দা বিমানের গতিবিধি আটকে দিয়েছে। মঙ্গলবার ব্যারেন্টস সাগরের নিরপেক্ষ পানিসীমার আকাশে এ ঘটনা ঘটেছে বলে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে। ওই কেন্দ্রের এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ এ খবর দিয়েছে।