You have reached your daily news limit

Please log in to continue


২৫ বছর পর বিয়ে করলেও মধুচন্দ্রিমায় গিয়ে বিপত্তি

বিয়ে অনেকেই করেন। কিন্তু মধুচন্দ্রিমা সবার ভাগ্যে জোটে না। একসঙ্গে থাকার ২৫ পর বিয়ে করলেও মধুচন্দ্রিমায় গিয়ে বিপত্তি ঘটেছে নিউজিল্যান্ডের এক নবদম্পতির। বিয়েকে স্মরণীয় করতে গিয়েছিলেন ফকল্যান্ডে। করোনার কারণে প্রায় বন্দিদশায় কেটেছে মধুচন্দ্রিমার পাঁচটি মাস। নেভিল ক্লিন্টন আর ফিওনা ক্লিন্টনের পঁচিশ বছরের সংসার৷ তিনটি সন্তানও আছে তাদের। কিন্তু ২৫ বছর একসঙ্গে সুখে-শান্তিতে বাস এবং তিন সন্তানের বাবা-মা হলেও এতদিন বিয়ে করেননি। তবে বিয়েটা অবশেষে করলেন। করলেন একটা বিশেষ দিন দেখে। ২০২০ সালের লিপ ইয়ার, অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি ২৫ বছরের পুরোনো জুটি গাঁটছড়া বাঁধলেন। সেদিনই হানিমুন করতে রওনা দিলেন নেভিলের জন্মভূমি ফকল্যান্ডের উদ্দেশে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন