৬ আগস্ট থেকে বদলে যাচ্ছে গুলশানের টেলিফোন নম্বর
প্রথম আলো
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২০, ২১:৪৮
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এসব তথ্য জানিয়েছে। আজ মঙ্গলবার বিটিসিএলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিটিসিএলের সব গ্রাহকের ফোন নম্বর পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। এ জন্য পুরো দেশের টেলিফোন নম্বরগুলোকে সেন্ট্রাল জোন (ঢাকা সিটি, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী ও টুঙ্গিপাড়া), দক্ষিণ-পূর্ব জোন (চট্টগ্রাম, চাঁদপুর, ফেনী, কুমিল্লাসহ সন্নিহিত জেলা), দক্ষিণ-পশ্চিম জোন (খুলনা, বরিশালসহ সন্নিহিত জেলা), উত্তর-পশ্চিম জোন (রাজশাহী, রংপুরসহ সন্নিহিত জেলা), উত্তর-পূর্ব (সিলেট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, শেরপুর, জামালপুরসহ সন্নিহিত জেলা)—এই পাঁচ জোনে ভাগ করা হয়েছে।