![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2018/05/20/48a2214886cc7cf3de9a6ed252c4ee5c-5b0157f474710.jpg?jadewits_media_id=1266586)
মামাবাড়ি বেড়াতে গিয়ে সংঘর্ষের বলি ভাগনে
প্রথম আলো
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২০, ২১:১৭
ঈদে মামাবাড়ি বেড়াতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন রইজ ফকির (৩৩)। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে তিনি মারা যান। সাতক্ষীরার তালার নেহালপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গত রোববার ওই সংঘর্ষের ঘটনা ঘটে।