সংরক্ষিত আসনের এমপি সালমা চৌধুরী করোনায় আক্রান্ত
রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে তাকে রাজবাড়ী সদরের করোনা হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে। সালমা চৌধুরী রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু জানান, করোনা ও বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তার বোন। এখন তিনিই করোনায় আক্রান্ত। বার বার অক্সিজেন কমে যাচ্ছে। তাই সকালে সদরের করোনা হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নিয়ে যাচ্ছেন। ঈদের দু’দিন আগে তার নমুনা দেয়া হয়। গতকাল রোববার পজিটিভ রিপোর্ট পেয়েছেন। রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, মহিলা এমপি রুমার অক্সিজেন কমে যাচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।