![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/02/4bb3ea7fa81a06dcda9cc60d4d944fc6-5f26d357b7b55.png?jadewits_media_id=1551335)
ধার না দেওয়ায় প্রবাসী নারীকে কুপিয়ে হত্যা, আদালতে জবানবন্দি
সিলেটের ওসমানীনগর উপজেলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীর কাছে কিছু টাকা ধার চেয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু তিনি তাঁকে টাকা না দিয়ে উল্টো ভর্ৎসনা করেছিলেন। এতে ক্ষোভে ও অপমানে তিনি তাঁকে কুপিয়ে হত্যা করেন। ওই প্রবাসী নারীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর ওই ব্যক্তি তাঁকে হত্যার কথা স্বীকার করে আদালতে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেন। আজ রোববার সিলেটের একটি আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।