
পানিতেই মরছে ৯০ শতাংশ করোনাভাইরাসের কণা, দাবি রুশ বিজ্ঞানীদের
একদল রুশ বিজ্ঞানী দাবি করেছেন, পানিতেই মরছে ৯০ শতাংশ করোনাভাইরাসের কণা। সম্প্রতি দেশটির সাইবেরিয়া অঞ্চলের নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভিরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি করোনাভাইরাসের একটি বিশেষ দুর্বলতার খোঁজ পেয়েছেন। আর সেই বিশেষ দুর্বলতা হল পানি।রুশ বিজ্ঞানীদের দাবি, কোনও বিশেষ ধরনের পানি নয়, সাধারণ তাপমাত্রার পানিতেই কাবু করোনাভাইরাস। ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তারা।