করোনা সংকটের সঙ্গী সংগীত আর ক্রিকেট আড্ডা লাইভ
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ১৪:১৯
পৃথিবীটা আসলেই আমাদের হাতের মুঠোয় চলে এসেছে৷ এই মহামারীর সময়ে সেটা আরও বেশি করে প্রমাণ হল সামাজিক যোগাযোগ মাধ্যমে এত লাইভের হিড়িকের কারণে৷আজ থেকে ১০ বছর আগের কথাই ভাবুন৷ তখন মহামারী হলে ফেসবুক, ইউটিউব, ইনস্ট্রাগ্রামে লাইভ কল্পনাই করতে পারতো না কেউ৷ জার্মানিতে যখন করোনার সংক্রমণ শুরু হয়, সেই মার্চ মাসে আমিও বাংলাদেশ ঘুরে জার্মানিতে ফিরেছি৷ বাসায় টেলিভিশন নেই৷ বাইরে বের হওয়ার প্রশ্নই ওঠে না৷ একেবারের ঘরবন্দি৷ ফলে বিনোদনের মাধ্যম নেটফ্লিক্স, আর মাঝে মাঝে সামাজিক যোগাযোগের মাধ্যম৷