রাতে ঘুম না আসার জন্য দায়ী যে ৫ অভ্যাস
ঢাকা টাইমস
প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ০৯:৪৯
রাতে ভালো ঘুম হয় না? আসলে আমাদের মন যদি শান্তিতে না থাকে, তাহলে সেই অশান্তির রেশ আমাদের ঘুমেও এসে লাগবেই। আর ঘুম যদি ঠিকমতো না হয়, তাহলেও মনে শান্তি থাকবে না। রাতে ঘুম না আসার জন্য দায়ী বেশ কয়েকটি অভ্যাস। মোবাইল বা ল্যাপটপ ব্যবহার ঘুমানোর আগে নিজেকে একা কিছুক্ষণ সময় দিন।
সারাদিন মোবাইল ও ল্যাপটপে যত কাজ করেছেন সেগুলো বরং মনে মনে ভাবুন। চোখটাকেও বিশ্রাম দিন। মোবাইল বা ল্যাপটপের এলইডি লাইটের ফলে চোখে প্রভাব তো পড়েই, সঙ্গে ঘুমেরও বড়সড় ব্যাঘাত ঘটে। ডিজিটাল স্ক্রিন মস্তিষ্ক থেকে মেলাটোনিন নিঃসরণে বাধা দেয়।।
- ট্যাগ:
- লাইফ
- মোবাইল স্ক্রীন
- ল্যাপটপ
- পরামর্শ
- রাতের ঘুম