 
                    
                    আইএসের নৃশংসতা এখনও পোড়ায় ইয়াজিদি শিশুদের: অ্যামনেস্টি
                        
                            চ্যানেল আই
                        
                        
                        
                         প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১৭:০৭
                        
                    
                মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইরাকে ইসলামিক স্টেট(আইএস) সদস্যদের হাতে নৃশংস বন্দিদশা থেকে বেঁচে যাওয়া ইয়াজিদি শিশুরা মারাত্মক শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। ২০১৪ সালে আইএস যখন তাদের মাতৃভূমির নিয়ন্ত্রণ নেয় তখন অনেক ইয়াজিদি শিশু প্রাণ হারায়। প্রাণে বেঁচে যাওয়া প্রায় ২ হাজার শিশু মোটেও তাদের প্রয়োজনীয় যত্ন পাচ্ছে না।
অ্যামেনেস্টি বলছে, এসব শিশুরা পরিত্যক্ত অবস্থায় আছে এবং তাদের সবার দীর্ঘমেয়াদি সহায়তা দরকার। উত্তর ইরাকে যখন আইএস ঝড় তুলেছে তখন ইয়াজিদিরা পালিয়ে গিয়েছিল সিঞ্জার পর্বতে। সেসময় অনেককে হত্যা করা হয়েছিল এবং প্রায় ৭০০০ নারী ও মেয়েকে আটক করে দাসত্ব বরণ করতে বাধ্য করা হয়েছিল। তাদের অনেককে ধর্ষণও করা হয়েছিল।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                