কাদায় আটকে গেল গরুভর্তি ট্রাক, প্রাণ বাঁচাতে পালালো চোর
মঙ্গলবার রাতে চোরেরা তাদের গোয়াল থেকে পাঁচটি গরু বের করে নিয়ে যায়। বড় একটি গরু ট্রাকে ওঠাতে না পেরে তেলিহাটী ঈদগাহ মাঠে ছেড়ে দিয়ে বাকি চারটি গরু নিয়ে যায় তারা। ওই সময় গোদারচালা গ্রামের পাঠানটেক এলাকায় ট্রাকের চাকা কাদায় আটকে যায়। এরইমধ্যে গরু চুরির খবর আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ধরা পড়ার চয়ে গরুসহ ট্রাক ফেলেই পালিয়ে যায় চোরের দল
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- চোর
- গরুর ট্রাক