কোরবানির পশু জবাই ও মাংস কাটায় সতর্কতা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১৫:২৮
ছুরি, দা, বটি, মাংস রাখার স্থান সব কিছুই জীবাণুমুক্ত রাখার চেষ্টা করতে হবে। করোনাভাইরাস মহামারীর মধ্যে এসেছে ঈদুল আজহা। যারা পশু কোরবানির করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য এই দিনে সামাজিক দূরত্ব বজায় রাখা যে কঠিন হয়ে দাঁড়াবে, তাতে কোনো সন্দেহ নেই।
মফস্বল এলাকায় করোনাভাইরাস নিয়ে সতর্কতা তুলনা মূলক কম দেখা যায়। আর এই ঈদে পাড়া-প্রতিবেশি, মসজিদের ইমাম, কসাই মিলে অনেক মানুষ একত্রিত হয়ে কোরবানিতে সামিল হন। সঙ্গে শহর থেকে আসা মানুষগুলোও যুক্ত হবেন। ফলে ঝুঁকিটা সেখানে বাড়বে মারাত্বক হারে।
এই অবস্থায় কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়; মাংস জীবাণুমুক্ত রাখা যায় সেসব বিষয়ে পরামর্শ দিয়েছেন রাজধানীর সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শিবলি নোমানি (এমপিএইচ)।