নিজে না জিতে প্রতিদ্বন্দ্বীকে ঠেলে জিতিয়ে দেন এই দৌড়বিদ
২০১২ সালের ২ ডিসেম্বরে ক্রীড়াজগতে ঘটেছিল দৃষ্টান্তমূলক এক ঘটনা। যেখানে জয় নিশ্চিত জেনেও প্রতিপক্ষ দৌড়বিদকে পেছন থেকে ঠেলে ঠেলে জিতিয়ে দেন স্প্যানিশ দৌড়বিদ ইভান ফার্নান্দেজ আনায়া। সেই প্রতিযোগিতায় হেরে গেলেও এমন কাণ্ডের জন্য ক্রীড়াজগতে অবিস্মরণীয় হয়ে আছেন তিনি। কেন এমনটা করেছিলেন সেই প্রশ্নে সোজা ভাষায় ইভান জানিয়েছিলেন, এভাবে জিতলে মা কী ভাববেন? এ পদক জেতার গৌরব কোথায়?
সে প্রতিযোগিতায় না জিতেও সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন ইভান ফার্নান্দেজ। গোটা বিশ্ববাসীর মতে, ট্রফি না জিতলেও বিবেককে জিতেছেন ইভান। সততার অনন্য উদাহরণ দেখিয়েছেন তিনি। বহুদিন মানুষের হৃদয়ে স্থান করে থাকবেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.