দুর্দিনে শেষ নেই দুর্যোগের, তবুও থাকছে ‘কৃষকের ঈদ আনন্দ’
করোনাভাইরাস কেড়ে নিয়েছে পৃথিবীর মানুষের স্বস্তি। বাংলাদেশের মানুষও গত পাঁচ মাস ধরে লড়ে যাচ্ছে এই অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে। এর মাঝেও হানা দিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। এছাড়াও দেশের উত্তরাঞ্চল প্লাবিত হয়েছে বন্যায়। বলতে গেলে, দুর্দিনে শেষ নেই দুর্যোগের। এমন অবস্থায় স্থবির অর্থনীতির একমাত্র হাতিয়ার কৃষি। এরপরও ঈদে থাকছে ‘কৃষকের ঈদ আনন্দ’।