
বাংলাদেশের কূটনীতি নিয়ে ভারতে অস্থিরতা
চীন-ভারত বিরোধের প্রেক্ষাপটে হঠাৎ করেই বাংলাদেশ এবং এর কূটনীতি নিয়ে ভারতীয় মহলে নানা আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমেও এ নিয়ে নানা লেখালেখি হচ্ছে। এর মধ্যে অনেক ক্ষেত্রে নেতিবাচক সুরও লক্ষণীয়। বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে যেখানে বর্তমানে সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়, তখন ভারতীয় পক্ষের এই আচরণ বিশ্লেষণ করেছেন কামাল আহমেদ।