![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbenapole-cargo-train-20200728220218.jpg)
কার্গো ট্রেনে ভারত থেকে বেনাপোলে এলো ৫১ পিকআপ
রেলপথে বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত শুরুর পর থেকে একের পর এক পণ্য আমদানি হচ্ছে কার্গো ট্রেনে। সড়কপথে বনগাঁর কালিতলা পার্কিংয়ের নামে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজি সিন্ডিকেটের তৎপরতা কমাতে বেশির ভাগ পণ্য আসবে কার্গো ট্রেনে। শুকনা মরিচ, প্রসাধনী ও কারখানার মালামালের পর এবার ভারত থেকে বেনাপোল বন্দরে এলো টাটা মোটরসের পিকআপভ্যান।কলকাতা থেকে ৫১টি পিকআপ ভ্যান নিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে বেনাপোল বন্দরে পৌঁছে কার্গো ট্রেনটি। পরে ট্রেন থেকে পণ্য আনলোড করে বন্দরে নিয়ে যাওয়া হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পিকআপ
- কার্গো ট্রেন