![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/4bvbcb6df52b1e1p70t_800C450-2007280955.jpg)
যুক্তরাষ্ট্রের আরো একটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়া
কৃষ্ণ সাগরের আকাশে যুক্তরাষ্ট্রের আরো একটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে তিন দফা মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণ সাগরের আকাশের বাধা দেয়া হলো।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গোয়েন্দা বিমান