সুযোগ বুঝে বার্সার ওপর শোধ তুলছেন আর্থার!
বেঞ্চে বসে সময় কাটানো আর্থার মেলো লা লিগা শেষ হওয়ার পর ব্রাজিলে গেছেন। এখন আর ব্রাজিল থেকে স্পেনে ফিরতে চাচ্ছেন তিনি। ব্রাজিল থেকেই মৌসুম শেষে সরাসরি যোগ দিতে চান জুভেন্টাসে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলির বিপক্ষে খেলতে চান না তিনি।
আর্থার মেলো বার্সায় ডাকে সাড়া না দেওয়ায় কোচ কিকে সেতিয়েন কিছুটা বিপাকে পড়তে যাচ্ছেন। কারণ চ্যাম্পিয়নস লিগের সামনের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না কাতালানদের মাঝমাঠের দুই ভরসা সার্জিও বুসকেটস ও আর্তুরো ভিদাল। তরুণ রিকি পুচরা আছেন তার জায়গা ভরানোর জন্য। কিন্তু পরীক্ষিত আর্থার মেলো থাকলে কিছুটা হলেও নির্ভার থাকতেন সেতিয়েন।
আর্থার বার্সায় যোগ দিতে রাজি না হওয়ায় ক্লাবও তাকে হুমকি দেওয়া শুরু করেছে। আর্থার যদি ক্লাবে যোগ না দেন সেটা হবে চুক্তির শর্ত ভঙ্গ। চুক্তির শর্ত ভাঙলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বার্সার। আর্থারকে সেজন্য দিতে হতে পারে জরিমানা। তারপরও কাতালান শিবিরে যোগ দেবেন না তিনি। ব্রাজিল থেকে বার্সায় ফিরে নতুন করে করোনা পরীক্ষা দিয়ে ক্লাবে যোগ দেওয়ার পক্ষে তিনি নন।