করোনাকালের কষ্ট ও বন্যার্তদের বেদনা
পৃথিবীর প্রায় সব দেশই কমবেশি করোনাভাইরাসজনিত বিপদের মধ্যে রয়েছে। বাংলাদেশে এ সংকটের মধ্যেই দেখা দিয়েছে বন্যা, যা মড়ার উপর খাঁড়ার ঘা। বন্যা সমস্যা বাংলাদেশে নতুন নয়। তবে এ বছরের বন্যা পরিস্থিতি খুবই অন্য রকমের। করোনা ও বন্যার মধ্যেই পড়ে গেছে কোরবানির ঈদ। ঈদ উৎসব শুধু ধর্মীয় ও সামাজিক বিষয় নয়। শুধু নতুন কাপড়চোপড় পরা ও ভালো খানাপিনার মধ্যেই তা সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জাতীয় অর্থনীতির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। করোনা রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে আঘাত হেনেছে। করোনা, অতিবৃষ্টি ও বন্যা গবাদিপশুর খামারিদের জীবনে দেখা দিয়েছে অভিশাপের মতো এবং চামড়াশিল্পে দেখা দেবে সংকট। জাতীয় অর্থনীতিকে করবে ক্ষতিগ্রস্ত।