করোনা পরিস্থিতিতে ১১ লাখ অনাকাঙ্খিত সন্তান প্রসবের আশঙ্কা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ১৩:২৫
প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত সারাবিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশে ভেঙ্গে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা। এর মধ্যেই জানা গেল আরেক চিন্তা উদ্রেককারী তথ্য। ভারতের ‘ফাউন্ডেশন অব রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ইন্ডিয়া’র এক সমীক্ষার ফলাফল অনুযায়ী জানা গেছে, বিগত কয়েক মাস ধরে চলমান করোনা মহামারির থাবায় বিপর্যস্ত ভারতের জন্মনিয়ন্ত্রণ সেবা।
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আরো জানা গেছে, পরবর্তী কয়েক মাসে ভারতে প্রায় ১১ লাখ অনাকাঙ্ক্ষিত সন্তান প্রসবের আশঙ্কা রয়েছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, এই পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে ভারতে অতিরিক্ত প্রায় ১৮ লাখ গর্ভপাত হবে, যার মধ্যে প্রায় ১০ লাখ গর্ভপাতই হবে ঝুঁকিপূর্ণ। অর্থাৎ, গর্ভপাতের সময় মায়েরও প্রাণ হারাতে পারে।