শিফফাত শাহরিয়ারের গান ‘আমি কোয়ারেন্টিনে’
এনটিভি
প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ১৩:৪০
মহামারি করোনাভাইরাস নিয়ে গীতিকার শিফফাত শাহরিয়ারের লেখা গানটি বেশ প্রশংসিত হয়েছে। ‘আমি কোয়ারেন্টিনে’ গানে কণ্ঠের পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। সম্প্রতি ইউটিউব চ্যানেল ভেলকি মিউজিক থেকে গানটি প্রকাশ করা হয়। ‘আমি কোয়ারেন্টিনে, কোভিড নাইনটিনে/আজ চেনা রাস্তা অচেনা মনে হয়, নাই কোলাহল ওই মোড়ে’—এমন আবেগঘন কথা দিয়ে সাজানো হয়েছে গানটি। শিফফাত শাহরিয়ার এ ব্যাপারে এনটিভি অনলাইনকে বলেন, ‘হঠাৎ করেই গানটির আইডিয়া মাথায় আসে; যাতে প্রিয় রোকন ইমন কণ্ঠদান ও দারুণ সুরারোপ করেছেন। রিলিজের পর সর্বমহল থেকে প্রশংসা পাচ্ছি। পরম করুণাময় বিশ্বকে করোনার প্রাদুর্ভাব থেকে মুক্ত করুন, এমনটাই প্রার্থনা।’ দ
- ট্যাগ:
- বিনোদন
- গান
- রচনা
- করোনা ভাইরাসের প্রাদুর্ভাব
- ঢাকা