You have reached your daily news limit

Please log in to continue


শিফফাত শাহরিয়ারের গান ‘আমি কোয়ারেন্টিনে’

মহামারি করোনাভাইরাস নিয়ে গীতিকার শিফফাত শাহরিয়ারের লেখা গানটি বেশ প্রশংসিত হয়েছে। ‘আমি কোয়ারেন্টিনে’ গানে কণ্ঠের পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। সম্প্রতি ইউটিউব চ্যানেল ভেলকি মিউজিক থেকে গানটি প্রকাশ করা হয়। ‘আমি কোয়ারেন্টিনে, কোভিড নাইনটিনে/আজ চেনা রাস্তা অচেনা মনে হয়, নাই কোলাহল ওই মোড়ে’—এমন আবেগঘন কথা দিয়ে সাজানো হয়েছে গানটি। শিফফাত শাহরিয়ার এ ব্যাপারে এনটিভি অনলাইনকে বলেন, ‘হঠাৎ করেই গানটির আইডিয়া মাথায় আসে; যাতে প্রিয় রোকন ইমন কণ্ঠদান ও দারুণ সুরারোপ করেছেন। রিলিজের পর সর্বমহল থেকে প্রশংসা পাচ্ছি। পরম করুণাময় বিশ্বকে করোনার প্রাদুর্ভাব থেকে মুক্ত করুন, এমনটাই প্রার্থনা।’ দ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন