You have reached your daily news limit

Please log in to continue


খুনি রাশেদের মামলা তলব: ট্রাম্প প্রশাসনের কঠিন বার্তা

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় লাভের প্রায় ১৫ বছরের মাথায় তাঁর মামলাটি সচল করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। এত দিন পর মামলা সচল করার সিদ্ধান্ত অভিবাসন আইনে অস্বাভাবিক নয়। আইনজীবীরা মনে করছেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে অন্যদের কাছে কঠিন বার্তা যাবে। মিথ্যা তথ্য দিয়ে আমেরিকায় রাজনৈতিক আশ্রয় নিয়েই অনেকেই মনে করেন, তাঁদের সব পাপ মুছে গেছে। এবার তাঁদের সতর্ক হওয়ার সময় এসেছে।আমেরিকার অভিবাসন আইনে এমন তথ্য দিয়ে নাগরিকত্ব পাওয়ার পরও তা কেড়ে নেওয়ার সুযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন, রাজনৈতিক আশ্রয়ের নামে বহু খুনি ও অপরাধী আমেরিকায় এসে আশ্রয় লাভ করেছেন। নানা সুযোগ-সুবিধা নিয়ে বসবাস করছেন। রাশেদ চৌধুরীর মামলার তলবের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এ–সংক্রান্ত অবস্থানই সত্য প্রমাণিত হচ্ছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ঠিক কী উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নিয়েছেন, তা স্পষ্ট নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন