লোকসানেই গরু বিক্রি করছেন খামারিরা

আরটিভি রাজশাহী প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ০৯:২৭

কদিন পরেই কুরবানির ঈদ। কিন্তু করোনা পরিস্থিতি আর বৈরী আবহাওয়ায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ কুরবানির পশুহাট রাজশাহী সিটি হাটে ব্যাপারীদের সংখ্যা কম থাকলেও রয়েছে পর্যাপ্ত কুরবানি পশু, সংকট শুধু ক্রেতার। ফলে লসে বিক্রি করতে হচ্ছে গরু। আর প্রশাসন বলছে দেশীয় গরুর পর্যাপ্ত মওজুদ থাকায় এ জেলায় ভারতীয় গরুর কোনও চাহিদা নেই সাধারণ মানুষের মধ্যে। তবে করোনা পরিস্থিতিতে হাটে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। তার ওপর শহরের সমস্ত বর্জ্যের ভাগার। এই ভাগারের উপরই হাঁটু পর্যন্ত কাদা-পানির ওপর বসছে এই পশুহাট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও