করোনায় মন্দা : শুধু প্যান্টেই রপ্তানি কমেছে সাড়ে ১২ হাজার কোটি টাকা!

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ০৯:১৩

প্যান্টের রপ্তানি কমেছে বলে দেশের জাতীয় রপ্তানিতে ধস নেমেছে বললে খুব বেশি বাড়িয়ে বলা হবে না। করোনাভাইরাসের কারণে গত বছরের ডিসেম্বরের শেষ সময় থেকে পুরো বিশ্বে যে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে সে ধাক্কায় বাংলাদেশও জাতীয় রপ্তানির লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২৬ শতাংশ এবং আগের অর্থবছরের চেয়ে প্রায় ১৭ শতাংশ পিছিয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হিসেবে রপ্তানিতে আগের অর্থবছরের তুলনায় সদ্যঃসমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে ৬৮৬ কোটি ডলার কম আয় করেছে বাংলাদেশ। এই আয় কমার অন্যতম কারণ হচ্ছে টি-শার্ট ও প্যান্ট রপ্তানিতে আয় কমেছে ২৮৮ কোটি ৯০ লাখ ডলার। এর মধ্যে প্যান্ট রপ্তানি কমেছে ১৪৯ কোটি ২০ লাখ ডলার বা ১২ হাজার ৬৮২ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও