সিটি ব্যাংকের এমডি করোনায় আক্রান্ত
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ২২:১০
বেসরকারি খাতের দি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) ব্যাংক সূত্র এই তথ্য নিশ্চিত করে। মাসরুর আরেফিন জানান, দুদিন ধরে তিনি অসুস্থ। জ্বর ও কাশিতে ভুগছেন। কোভিড-১৯ এর কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে। বাসায় বিশ্রামে আছেন। মাসরুর আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনেকে তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন। মাসরুর আরেফিন ২০০৭ সালে রিটেইল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগ দেন। তিনি এই ব্যাংকের প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবেও কাজ করেন। বর্তমানে তিনি ব্যাংকের মালয়েশিয়ার সাবসিডিয়ারি রেমিট্যান্স প্রতিষ্ঠান ও ব্যাংকটির মার্চেন্ট ব্যাংক সাবসিডিয়ারির পরিচালক হিসেবে নিয়োজিত।